Primary School Monitoring Software (PSMS)

News:

শাস্তিমুক্ত বিদ্যালয়, শিক্ষা লাভে সহায় হয়, শিশুর জন্য বেত ছাড়ি, সৃজনশীল বাংলা গড়ি আদর আর ভালবাসা, দিতে পারে সুশিক্ষা শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে

প্রাথমিক স্কুলের ইতিহাস

প্রাথমিক শিক্ষা : অবিভক্ত ভারতবর্ষের অংশ হিসেবে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে প্রচলিত প্রাথমিক শিক্ষার আনুষ্ঠানিক প্রচলন কখন কোথায় প্রথম শুরু হয় তা বলা বেশ কঠিন। ঋগবেদ রচিত হওয়ার কালে, অর্থাৎ আনুমানিক ৩০০০ বছরেরও পূর্বে এ উপমহাদেশে আনুষ্ঠানিক শিক্ষার বীজ রোপিত হয় যা কালের আবর্তনে পরিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। আনুষ্ঠানিক শিক্ষা প্রচলনের প্রথম পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মাঝে কোনো সুস্পষ্ট সীমারেখা ছিল না। তাই আলাদাভাবে সে সময়ের প্রাথমিক শিক্ষার বর্ণনা করা খুবই কঠিন হলেও প্রাসঙ্গিক বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে উপমহাদেশের প্রাথমিক শিক্ষার ঐতিহাসিক পটভূমি নির্মাণ করা সম্ভব।

সাম্প্রতিক ভিডিও